ঝিনাইদহের কালীগঞ্জে শিবির নেতা শহীদ সোহানের কবর জিয়ারতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি।
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জের ইশ্বরবাহা গ্রামে ২৯ অক্টোবর বুধবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কলেজ পড়ুয়া ছাত্র শিবির নেতা শহীদ সোহানুর রহমান সোহানের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী’র ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক মাওলানা আবু তালিব, জেলা ও উপজেলা শিবিরের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ । কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় সভাপতি শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং দেশের ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। পরে তিনি শহীদ সোহানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ধৈর্য ও তাওয়াক্কুলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ২০১৬ সালের ১০ এপ্রিল ইশ্বরবা গ্রামের বাড়িতে কলেজ পড়ুয়া ছাত্র শিবির নেতা সোহানুর রহমান সোহান সাদা পোশাকধারী চিহ্নিত প্রশাসনের ব্যক্তিদের দ্বারা গুম হয়। পরে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের শরীরে গুলির চিহ্ন ও চোখ এবং হাত পায়ের নখ উপরড়ে ফেলা সহ বিভিন্ন নির্যাতনের চিহ্ন ছিল।কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “শহীদ সোহানদের রক্ত বৃথা যাবে না; শহীদদের ত্যাগের উপরই ন্যায়ের ভোর উদিত হবে।” জিয়ারতের সময় শোক ও শ্রদ্ধায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

No comments