কালীগঞ্জে জনতা কেকঘর সহ ৪ প্রতিষ্ঠানে অভিযান,১০ হাজার টাকা অর্থদণ্ড

 

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহ কালীগঞ্জে ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ঝিনাইদহ জেলা ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
বুধবার (৮ অক্টোবর)দুপুরে বাজার তদারকি মূলক অভিযানে ভোক্তা অধিকার ২০০৯ আইনে লঙ্ঘনের   অপরাধে  কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের জনতা কেকঘর এন্ড ভ্যারাটিজ ষ্টোর সহ ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে নগদ অর্থ আদায় করেছে। 
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
 এ অভিযানের  ব্যাপারে নিশাত মেহের বলেন কালীগঞ্জে শহরে বাজার তদারকি মূলক অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে জনতা কেকঘর সহ মোট ৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
এ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন কালীগঞ্জের থানা পুলিশ ।তিনি আরো জানান
সাধারণ ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।

No comments

Powered by Blogger.