ঝিনাইদহে মহিলা দলের মতবিনিময় সভা

 


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নারী ভোটারদের দিকনির্দেশনা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনায়তনে হরিণাকুণ্ডু পৌর ও উপজেলা মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভেকেট মো. আব্দুল মজিদ বলেন, আগামী নির্বাচন খুব সহজ হবে না। ভোটারদের দ্বারেদ্বারে যেতে হবে। ধানের শীষের পক্ষে নারী পুরুষ সবাই মিলে জনমত তৈরি করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ।

No comments

Powered by Blogger.