কোটচাঁদপুর উঠান বৈঠক অনু্ষ্ঠিত
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
‘‘ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যতেষ্ট’’ এমন প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ১৩ অক্টোবর সোমবার সকাল ১১ টায় পৌরসভার বড়বামনদ গ্রামের মাঝের পাড়া মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পরিবার পরিকল্পনা সেবা, প্রসবকালীন প্রস্তুতি, প্রসবকালীন মায়ের যত্ন, মাতৃতকালীন সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রনে করণীয়, বাল্য বিবাহ বন্ধ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে জনসচেনতা বাড়াতে এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহাগ মোস্তফা। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, মেডিক্যাল অফিসার সাদমান ফাইম, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ভিজিটর হালিমা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহাগ মোস্তফা, পরিবার কল্যাণ সহকারী উর্মি আক্তার। এসময় বড়বামনহ গ্রামের শতাধিক নারী ও শিশু উঠান বৈঠকে অংশ গ্রহন করেন। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ভিজিটর হালিমা খাতুন প্রসবকালীন প্রস্তুতি, প্রসবকালীন মায়ের যত্ন নিয়ে আলোচনা করেন এবং মায়েদের সমস্যার কথা শোনেন ও পরামর্শ দেন। মাতৃতকালীন সেবা ও বাল্য বিবাহ নিয়ে আলোচনা করেন পরিবার কল্যাণ সহকারী উর্মি আক্তার। মায়েদের বিভিন্ন শারিরিক সমস্যা তুলে ধরে তা প্রতিরোধে পরামর্শ প্রদান করেন মেডিক্যাল অফিসার সাদমান ফাইম। জনসংখ্যা নিয়ন্ত্রনে করণীয়, বাল্য বিবাহ বন্ধ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা কর্মকতা তরুন কুমার দাস। এ সময় উপস্থিতিদের স্বাস্থ্য পরীক্ষা, বিনা মূলে ঔষধ বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

No comments