কোটচাঁদপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো,সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে
শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যেগে ও সমৃদ্ধি কর্মসূচি আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস,২০২৫- উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বলুহর ইউনিয়নের শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রবীণদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় শিশু নিলয় ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী বজলুর রশীদের শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে ৪ জন প্রবীণ আলেচনা করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বছির আহম্মেদ। ফাউন্ডেশনের বলুহর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আছির উদ্দিনের সভাপতিত্বে, ওয়ার্ডের মেম্বারগণ এবং শিশু নিলয় ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী বজলুর রশীদ ও বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সে সময় উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বলেন,১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন করা হয়। প্রবীণ নাগরিকদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বার্ধক্যজনিত সমস্যাগুলো সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টি করাই এ দিবস পালনের মূল উদ্দেশ্য বলে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

No comments