কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
"হাসি মুখে রক্ত দান, বাঁচতে পারে লক্ষ প্রাণ" এই স্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের আয়োজনে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি শেখ মশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা রাখেন সহ সভাপতি মিলন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী ডি.ইউ আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম খাঁন এবং ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব দেন এডিস মশার আক্রমনে বর্তমানে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। কিভাবে জনমানবের সচেতন করে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। আলোচনায় বিভিন্ন বিষয়ের মধ্যে গুরুত্বারোপ করা হয় কিভাবে রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, তাছাড়া রোগীকে কিভাবে দ্রুত সহযোগিতা করা যায়।
সভায় আরো আলোচনা হয়, বর্তমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের রাস্তায় ব্যাপকভাবে প্রচার মাইক লক্ষ্য করা যাচ্ছে। কিভাবে প্রচার মাইকের উচ্চস্বরে প্রচার নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে বক্তারা আলোচনা করেন। সর্বপরি কিভাবে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সার্বিক প্রচার ও প্রসার করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় যে সব সদস্য বেশি রক্ত সংগ্রহ করেছে তাদের ফুলেল শুভেচছা জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

No comments