চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
এস এম টিপু, স্টাফ রিপোর্টার: গতকাল ২রা নভেম্বর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মো: হারুন-অর রশিদ স্যারকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্তরে এই বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: মাহমুদ রেজওয়ান টিটন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সদ্য অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মময় তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।এ সভায় আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের অবসর প্রাপ্ত ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মো: সোলাইমান হোসেন স্যার, বর্তমান প্রধান শিক্ষক জনাব মো: আবু আলম স্যার, সদ্য অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মো: হারুন-অর রশিদ স্যার, চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা বিভা রানী সাহা, সহকারী শিক্ষক জনাব মো: আব্দুল ওহাব, মো: আ: আজীজ, মো: ওহিদুর রহমান, মো: শ্যামল কুমার বিশ্বাস, মো: বিশারত আলী, মো: বসির উদ্দিন, বিপুল কুমার বিশ্বাস, পম্পা ভৌমিক, মো: ওয়ালিয়ার রহমান, এস এম টিপু, মো: সুমন আলী, আইরিন আক্তার, মো: আব্দুস সালাম, মো: সেকেন্দার আলী, চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও সেনাবাহিনীতে কর্মরত মো: সাইফুল ইসলাম শিলু, সাবেক সাবেক ছাত্র ও ছাত্রনেতা মো: তরিকুল ইসলাম, মো: পারভেজ হোসেন,মো: হামিদুল ইসলাম, মো: কামরুল ইসলাম সহ আরও অনেকে। এ সভায় আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
No comments