মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত

  


স্টাফ রিপোর্টার  :

চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের দেওয়া ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলীর সভাপতিত্বে শনিবার সকাল ৯ টায় গেট মিটিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারন সম্পাদক মিলন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি সাহাদ আলী, কারখানার ডিজেল চালক আশরাফুল ইসলাম পিন্টু , ক্রয় করনিক রাজন আলী, ওয়াকসপ টার্নার মহিদুল ইসলাম বাবুল প্রতাপ ও ইলেকট্রনিক শ্রমিক বকুল হোসেন।

সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মৌসুমী শ্রমিক কর্মচারীদের স্থায়ী পদে সমম্বয় ও কানামনা শ্রমিক কর্মচারীদের স্ব স্বপদে নিয়োগ না হওয়া পর্যন্ত সকল মিল/প্রতিষ্ঠানে কানামুনা শ্রমিক কর্মচারীদের কাজ বন্ধ থাকবে।

পে-কমিশনের কর্মচারী-কর্মকর্তাদের ন্যায় মজুরী কমিশনের শ্রমিকদের বর্তমান বৈষম্যহীন অন্তবর্তী সরকার কতৃক ঘোষিত বিশেষ সুবিধা ১৫ শতাংশ অর্থ ১লা জুলাই ২০২৬ হতে বাস্তবায়ন করতে হবে। শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরা ভিক্তিক র্কর্মরত দক্ষ শ্রমিকদরে পরিপত্র মোতাবেক সর্বনিম্ন ৭০০ টাকা দৈনিক মজুরি দিতে হবে। এছাড়া
২০২৫-২৬ মাড়াই মৌসুম সুষ্ঠভাবে চালানোর জন্য সিডিএ/সিআইসি অন্যান্য কর্মচারিদের শুক্রবার ও ছুটির দিনে অফিসের কাজের গতি তরান্বিত করা এবং ভাতা সাশ্রয় করার লক্ষ্যে মৌসুমী শূন্য পদের মজুরিভিত্তিতে জনবল নেওয়ার ব্যবস্থা করতে হবে। এসব দাবী সমূহ বাস্তবায়ন না করা পর্যন্ত নিয়ম অনুযায়ী শ্রমিক কর্মচারীদের নিয়ে আন্দোলন অব্যহত থাকবে।

No comments

Powered by Blogger.