কোটচাঁদপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পৌরবাসী) :মানব ও পশু কামড়ে আহতের অভিযোগ, নিয়ন্ত্রণে উদ্যোগ চায় স্থানীয়রা
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে।
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন মহল্লায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতে পথচারী, শিশু ও প্রবীণরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, এসব কুকুর প্রায়ই রাস্তায় হাঁটাচলা করা মানুষকে তাড়া করছে, এমনকি কামড়ানোর ঘটনাও ঘটছে। সম্প্রতি শহরের মেইন বাজার, তালসার রোড, কলেজপাড়া ও মেইন ষ্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন পথচারী এবং গবাদি পশু (গরু-ছাগল) কুকুরের কামড়ে আহত হয়েছে বলে জানান চা দোকান ব্যাবসায়ী মেহেদী হাসান (নিয়ামত) ও হামজা।
পৌরবাসীর দাবি, দ্রুত পৌরসভার পক্ষ থেকে এসব বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর পৌরসভার সচেতন নাগরিকরা বলেন, “প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় কুকুরের উৎপাত দেখা যাচ্ছে। পৌরসভার উচিত দ্রুত ভ্যাকসিন ও নির্বীজন কার্যক্রম শুরু করা।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে বেওয়ারিশ কুকুরের ভয় থেকে মুক্তি পাওয়া যায়।

No comments