ঝিনাইদহের কোটচাঁদপুরে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদ্বয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
এস এম টিপু, স্টাফ রিপোর্টার: আজ ৮ই নভেম্বর ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালিনা-চাঁন্দেরপোল-ইকড়া (টিআইসি) মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মো: আতিয়ার রহমান এবং সহকারী প্রধান শিক্ষক জনাব এ, কে, এম, গোলাম সারোয়ার স্যারের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয় চত্তরে এই বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব মো: মোস্তফা শাহিদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব অশোক কুমার সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মো: ফারুক আহমেদ। আরও উপস্থিত ছিলেন, জনাব ওলিয়ার রহমান মাস্টার সহ কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে বক্তরা অবসর প্রাপ্ত দুই গুণী শিক্ষকের কর্মময় ও বর্ণাঢ্য জীবন তুলে ধরেন এবং সার্বিক শুভকামনা করেন। এ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) জনাবা লাবনী আক্তার মিনু।

No comments