শৈলকুপায় মতবিনিময় সভায় এ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামান
রবিউল ইসলাম, ঝিনাইদহ
শুক্রবার শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে "কর্মমূখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মুল্যবোধ চর্চা" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ। এসময় প্রধান অতিথি ছিলেন এ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন আমার স্বপ্নের হাটার পথে যদি আমি নষ্ট হয়ে যায়। আমার কোন কর্মী, আমার কোন সহকর্মী যদি বিপথগামী হতে থাকে, আমার প্রত্যাশা থাকবে আমার সামনে উপস্থিত শিক্ষক সমাজ আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তিনি আরো বলেন একটি সমাজ, একটি দেশ, একটি দেশের জনগন তখনই সুস্থ্য থাকবে যখন সেই দেশের শিক্ষক সমাজ রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত ব্যক্ত করতে পারবেন। আমরা দেখেছি রাজনৈতিক দূর্বৃত্তায়ন কোথায় চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দলীয় রাজনীতির লেজুরবিত্তি করতে যেয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছেন। স্কুল কলেজের শিক্ষকরা হাতে গোনা কয়েকজন দলবাজী করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন বলেই এর থেকে বেরিয়ে আসতে আজকে প্রশিক্ষনের যে মেটেরিয়াল দেওয়া হবে সেটা রপ্ত করে ঘরে ঘরে পৌছে দিয়ে আদর্শ সমাজ গঠনে ভু’মিকা রাখবেন এ প্রত্যাশা আপনাদের কাছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক বিমল কুমার সাহা, শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের সৈয়দা আতিকুর নাহার, রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারী মহিলা কলেজের শিক্ষক রাশেদুজ্জামান প্রমূখ।


No comments