কালীগঞ্জে বিএনপির কর্মী সভায় অনুষ্ঠিত
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কেন্দ্র ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সভায় কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ -৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার নূরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, উপজেলা কৃষকদলের আহবায়ক মোকছুদুল মোমিন, সদস্য সচিব প্রভাষক রবিউল ইসলাম, সেচ্ছাসেবকদলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপন, যুব দলের আহবায়ক সুজাউদ্দীন পিয়াল,উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ফিরোজ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে ধানের শীষ প্রতীক দিবেন আমরা সকলে তার পক্ষে কাজ করবো। আপনারা হতাশ হবেন না, বিএনপির হাইকমান্ড আপনাদের চাওয়ার প্রতিফলন যটাবে।
তিনি আরোো বলেন, সম্প্রতি আওয়ামী লীগ দেশে নাশকতা করছে,সন্ত্রাসী করছে,তাদেরকে আইনের আওতায় দিতে হবে।দেশে কোন সন্ত্রাসীদের ঠায় নাই।
দেশে একটি সুন্দর নির্বাচন হবে,সেই নির্বাচনে জনগণ রায় দিতে পারবে।
কর্মী সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।মহিলাদের উপস্থিতে মাঠ কানায় কানায় ভরে যায়।
সকলে তাদের নেতা ফিরোজকে কাছে পেয়ে আবেগে আপ্লূত হয়ে যায়।

No comments