আমার জনপ্রিয়তাই এখন তাদের আতঙ্ক, তাই অন্ধকারেই আঘাত হানছে তারা: মাওলানা আবু তালেব।
কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিবের নির্বাচনী প্রচারণা ব্যাহত করতে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বিলবোর্ড কেটে ফেলার পাশাপাশি বিপুলসংখ্যক পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে। ধারাবাহিক এ নাশকতামূলক কর্মকাণ্ডে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ নভেম্বর রাতের গভীরে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহেশ্বরচাঁদা গ্রামের ত্রিমোহনী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আবু তালিবের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত একটি বড় বিলবোর্ড সেখানে স্থাপন করা হয়েছিল। রাতের আধারে কে বা কারা সেটি কেটে ফেলে রেখে যায়। একই রাতে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে প্রায় ত্রিশটিরও অধিক পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রার্থীর নির্বাচনী প্রচারণায় তাৎপর্যপূর্ণ বাধা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এ ঘটনায় নলডাঙ্গা জামায়াতের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, “এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক প্রতিহিংসা থেকে পোস্টার-বিলবোর্ড ছিঁড়ে ফেলা নিন্দনীয় ও কাপুরুষোচিত কাজ। আমরা প্রশাসনের নিকট দাবি জানাই, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।” স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনী পরিবেশ শান্ত ও সহনশীল রাখতে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন। তারা বলেন, “বিলবোর্ড কেটে ফেলা হোক বা পোস্টার ছেঁড়া, এগুলো নির্বাচনী সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি। ভোটের আগেই এমন পরিস্থিতি দুঃখজনক।” এ ঘটনায় রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে। কেউ কেউ বলছেন, আসন্ন নির্বাচনে জামায়াত প্রার্থীর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী মহল এ ধরনের নাশকতার আশ্রয় নিচ্ছে। তবে অন্য একটি অংশের মতে, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী অস্থিরতা সৃষ্টি করার ষড়যন্ত্র হতে পারে। এ বিষয়ে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা তদন্তে পুলিশ তথ্য সংগ্রহ শুরু করেছে।

No comments