কোটচাঁদপুরে জামায়াতের শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ ও কল্যাণময় রাষ্ট্র গড়ার প্রত্যয়ে শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল তিনটায় বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন আল আমীন হাই স্কুল মাঠে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা প্রত্যেক দায়িত্বশীল মানুষের কর্তব্য।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা নায়েবে আমীর মুয়াবিয়া হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান এবং উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন—
সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শরিফুর রহমান খান টিটো, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল হোসেন, দোড়া ইউনিয়নের আমীর আব্দুর রাজ্জাক খান, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু এবং যুব বিভাগের সভাপতি শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে শ্রমজীবী মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
.jpg)
No comments