লোকসানের বোঝা প্রায় সাড়ে তিনশত কোটি টাকা মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন

 



রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
প্রায় সাড়ে তিনশত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ঝিনাইদহের  মোবারকগঞ্জ চিনিকলের ২০২৫-২৬ ম্ড়াাই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল তিন ঘটিকায় র্ভাচুয়াল লাইভে এসে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের সচিব ওবাইদুর রহমান প্রধান অতিথির বক্তব্য শেষে মিলের ডোঙ্গায় আখ ফেলে ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।
এবার চলতি মাড়াই মৌসুমে ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ধরা হয়েছে ৫. ৫ শতাংশ। আখের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা মন।
র্ভাচুয়াল লাইভে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএসএফআইসির যুগ্ন সচিব ও পরিচালক আব্দুল আলিম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ ও  বিএসএফআইসির চিফ অব পার্সোনল শাহরীনা আনান।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ আ ন ম, জোবায়েরের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী রেজোয়ানা নাহিদ, থানার অফিসার্স জেল্লাল হোসেন, বিএনপি নেত্রী মুর্শিদাজামান বেল্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হুসাইন আহম্মেদ, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদ হোসেন ও আখচাষী মিজানুর রহমান প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে আখ চাষে সাফল্য রাখায় ৪ জন আখ চাষীকে সম্মাননা দেওয়া হয়। উল্লেখ্য, এ পর্ষন্ত মিলটি ৩৪৯ কোটি টাকা দেনায় জর্জরিত রয়েছে।
মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, চলতি মৌসুমে ৮০ হাজার মেঃ টন আখ মাড়াই করে ৪ হাজার ৪’শত  মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে। উল্লেখ্য, এ বছর কৃষকের আখের মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করা হবে। এজন্য কৃষকেরা আখচাষে ঝুঁকছেন বলেও যোগ করেন এ কর্মকর্তা।

No comments

Powered by Blogger.