শহীদ নূর আলী কলেজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য আকবর আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ নূর আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মাহবুবার রহমান এবং নির্বাহী সদস্য মরহুম আকবর আলীর রূহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার প্রসারে তাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে গত শনিবার (২ ডিসেম্বর) এই স্মরণ সভার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
আলোচনা সভায় বক্তারা মরহুম মাহবুবার রহমানের শিক্ষানুরাগ এবং শহীদ নূর আলী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা উল্লেখ করেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার ফলেই কলেজটি এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে সক্ষম হয়েছে এবং হাজারো শিক্ষার্থীর জীবন বদলে দিতে ভূমিকা রাখছে। একইভাবে, মরহুম আকবর আলীর অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সামাদ, বিদ্যুৎসাহী সদস্য টগর মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুর রহমান, সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ প্রমুখ। তাঁদের বক্তব্যে মরহুমদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। শিক্ষক-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং মরহুম মাহবুবুর রহমান ও মরহুম আকবর আলীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুমদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়।

No comments