ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন



রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
'পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার' এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ। শনিবার সকালে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মাঠে ফিতা কেটে ও বেলূন উড়িয়ে সপ্তাহের উব্দোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস। সেসময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল করিম, সহকারী পরিচালক ওয়ালিউর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,
 মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আখতার তাবীয়া, ডাঃ সাদমান ফাহিম, ঝিনাইদহ  প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ সেবা গ্রহিতা গর্ভবতি মায়েরা উপস্থিত ছিলেন।
পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এই সেবা ও প্রচার সপ্তাহ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী মা ও শিশুদের সেবা প্রাপ্তি সহজীকরণ এবং সেবার বার্তা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

No comments

Powered by Blogger.