কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

 


রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
''চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে,, এই স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়েছে। 
বুধবার দুপুরে উপজেলার জগদ্বিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়। 
এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি রোকনুজ্জামান,সহকারি পরিচালক নাহিদ বিশ্বাস, ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন,সাধারণ সম্পাদক এসকে রাকিব, সহ সভাপতি ইন্তাদুল ইসলাম সাগর,অর্থ-সম্পাদক আবুহেনা রনি,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ আলইনছান, মোস্তাক আহম্মেদ টনি সহ সংগঠনের বিভিন্ন নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এ সময় পরিচালক রোকনুজ্জামান বলেন, আমাদের রক্তদান সংগঠনটি অরাজনৈতিক সেচ্ছাসেবী একটি সংগঠন। আমাদের সংগঠনটি শুধু রক্তদানি নয় আমরা অবহেলিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করি। এবং সামাজিক উন্নয়ে সব সময় অগ্রণী ভূমিকা রাখি। আমরা শীতের সময় অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরন,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকমুক্ত সমাজ গড়া,সেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, পাখি ও বন্যপ্রাণী আশ্রয়াদান, জনসচেতনতা মূলক ক্যাম্পেইন সহ বিভিন্ন সামাজিত কাজ করে চলেছি। এরি অংশ হিসাবে আমরা আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছি । 
সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন বলেন, আমাদের এই সামাজিক কাজে এলাকার সকলকে কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আমাদের এই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আরো অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমদের সংগঠনের সাথে আপনারও সমাজিক কাজে যদি এগিয়ে আসেন তাহলে সমাজটা সুন্দর হবে। তাই আসুন প্রাকৃতিক সৌন্দর্যসৃষ্টি ও সুন্দর সমাজ গড়তে সবাই সামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখি। আর আমাদের সংগঠনের মুল লক্ষ উদ্দেশ্য হচ্ছে, চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে।
এ সময় স্থানিয় কিছু সাধারণ মানুষের সাথে কথা বল্লে তারা বলেন, এই আশার আলো রক্তদান সংগঠনের সদস্যরা আমাদের পাসে সব সময় থাকে। যে কোনো বিপাদে মানুষকে সাহায্য করে। তারা নিজেরা পড়ালেখার পাশাপাশি ১০ টাকা ২০ টাকা করে চাঁদা তুলে সমাজের বিভিন্ন রকম উন্নয়ক মূলক কাজ করেছে। এর আগে মাঠের মধ্য সাধারণ মানুষের জন্য টিউবওয়েল কিনে লাগিয়ে দিয়েছে তারা। আর এটাতে মানুষের খুব উপকার হচ্ছে। তারপরে মাঠ সহ রাস্তার দুইপাসে বজ্রপাত প্রতিরোধের জন্য তালের বীজ লাগিয়েছে। রোজার সময় তারা সবার জন্য ইফতারের ব্যাবস্থা ও করে। শীতার্ত দের খুজে খুজে তাদের শীতবস্ত্র দিয়েছে। আজ আজ আমাদের গ্রামের সকলের জন্য ফ্রি রক্তের গ্রুপ চেক কনে দিচ্ছে এতে আমাদের অনেক উপকার হচ্ছে। আমরা চাই এই সংগঠনটি আরো এগিয়ে যাক সমাজ বিনির্মাণ সবাই আরো ঐক্যবদ্ধ থাকুক। আমরা সব সময় তাদের জন্য দোয়া করি যেন তারা সব সময় এমন কাজে লেগে থাকতে পারে।
ক্যাম্পেইনে কোটচাঁদপুর সনো কেয়ার প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সামসউদ্দিন মেমোরিয়াল হাসপাতলের সহযোগিতাই এই ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়।


No comments

Powered by Blogger.