ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান বই এর মোড়ক উন্মোচন

 


 ,ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের সাংবাদিকতা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান-কে নিয়ে লেখা ‘ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ড. বি এম রেজাউল করিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—এনএম শাহ জালাল, সুষেন্দু ভৌমিক, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, প্রেসক্লাব সম্পাদক আমিনুল ইসলাম লিটন, আসিফ ইকবাল মাখন, আলী কদর প্রমুখ।

বইটিতে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের কর্মময় জীবন, ঝিনাইদহের সাংবাদিকতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন দিক এবং গৌরবোদ্ভাসিত ইতিহাস সংকলন করা হয়েছে।

বইটি প্রকাশ করেছে বেগবতি প্রকাশনী। ঝিনাইদহের প্রথিতযশা সাহিত্যিক ও গবেষক সুমন শিকদার রচিত ৩৫২ পৃষ্ঠার এই বইটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা।

আজাদ রহমান বলেন, “সুমন শিকদার অনবদ্য এই কাজটি করে আমাকে সম্মানিত করেছেন। ঝিনাইদহের ইতিহাস-সমৃদ্ধ বইটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ দেখাবে।”

No comments

Powered by Blogger.