কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


   ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় কালীগঞ্জ রাইগ্রাম ইউনিয়ন ভাটাডাঙ্গা হাই স্কুল মাঠে মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য  গোলাম রব্বানীর সভাপতিত্বে উপজেলা রায়গ্রাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
এসময় প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন,
দেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া কামনা করছি। 
তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং  আবারও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিতে পারেন। 
তিনি আরও বলেন,আগামী জাতীয় নির্বাচনে জনতার ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কালীগঞ্জের জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপি নেতা গোলাম রব্বানী, জুমারত আলী জুম্মা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

No comments

Powered by Blogger.