মোবারকগঞ্জ চিনিকলে চাকরিতে যোগদানের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগারমিলে চাকরিতে পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ করেছেন চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় ১২০ জন শ্রমিক-কর্মচারী মিল চত্বরে এ বিক্ষোভে অংশ নেয়।
জানা গেছে, ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে মোবারকগঞ্জ সুগারমিলের বিভিন্ন পদে ১২০ জন শ্রমিক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে ২০২৪ সালের শেষ দিকে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদান করতে দিচ্ছে না মিল কর্তৃপক্ষ।
সোমবার সকালে চাকুরিচ্যুত শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি জানাতে গেলে তাকে কার্যালয়ে না পেয়ে বিক্ষোভে নামেন তারা। এ সময় তারা দ্রুত মামলা নিষ্পত্তি ও চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান।
বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে ব্রেকিং ক্লার্ক লিসান বলেন, আইনগতভাবে আমাদের নিয়োগ হয়েছিল। মামলা বিচারাধীন থাকলেও আমাদের কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে।
ক্রাশিং করনিক হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কোনো আয় নেই। সংসার চালাতে গিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। দ্রæত সমস্যার সমাধান না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
মৌসুমী চেকিং করনিক শামীমা সুলতানা  বলেন, নারী শ্রমিক হিসেবে আমাদের কষ্ট আরও বেশি। চাকরিতে যোগ দিতে না পারায় সন্তানদের পড়াশোনাসহ সবকিছু অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, দ্রæত আদালতের মামলা নিষ্পত্তির মাধ্যমে তাদের চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এ বিষয়ে মোবারকগঞ্জ সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম জুবায়েরের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

No comments

Powered by Blogger.