দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি আপনাদের পাশে এসেছি’: রাশেদ খান কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থীর সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার

 

স্টাফ রিপোর্টার :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এই আসনের মনোনীত প্রার্থী রাশেদ খান। মঙ্গলবার (বা তারিখ উল্লেখ করুন) কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
ঐক্যের ডাক ও তারেক রহমানের বার্তা
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, “আমি ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, বরং দেশনায়ক তারেক রহমানের ইচ্ছায় আপনাদের প্রিয় প্রতীক ধানের শীষ নিয়ে এই জনপদে এসেছি। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। আমি আশা করি, কালীগঞ্জ ও সদরের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।” তিনি আরও যোগ করেন, “কারো সাথে আমার কোনো ব্যক্তিগত বৈরিতা নেই, আমার লক্ষ্য সবার সাথে বন্ধুত্ব এবং এলাকার সামগ্রিক উন্নয়ন।”
আওয়ামী লীগের সাধারণ কর্মীদের প্রতি আশ্বস্তবাণী
একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়ে রাশেদ খান বলেন, “যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিন্তু কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি বা দুর্নীতির সাথে জড়িত হননি, তাদের ভীত হওয়ার কিছু নেই। তারা আজ থেকে মুক্ত ও নিরাপদ। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।”
আগামীর পরিকল্পনা: উন্নয়ন ও সংস্কার
নির্বাচিত হলে এলাকার রূপরেখা তুলে ধরে তিনি বলেন, “আমি জয়যুক্ত হলে কালীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব। অবহেলিত রাস্তাঘাট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উপস্থিত নেতৃবৃন্দ
কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ ও সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টু।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুল ইসলাম, তৈবুর রহমান মিনি, গোলাম রব্বানী, মাহবুবুর রহমান মিলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সাগর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সঞ্চালনা ও সমাপ্তি
অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা ও বিশিষ্ট সাংবাদিক বাবুল আক্তার। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যাদের সাথে রাশেদ খান এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। সভা শেষে দলীয় নেতাকর্মীরা রাশেদ খানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে নামার শপথ নেন।

No comments

Powered by Blogger.