ঝিনাইদহে প্রতারক আটক, মোবাইল কোর্টে ১ মাসের কারাদণ্ড

 


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের  কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার ১৪ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

এ সময় একসঙ্গে মোট চারজন ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে ঝিনাইদহের লিটু, নাটোর জেলার বুলবুল  ও মতিয়ার কে মুচলেকা নিয়ে ক্ষমা করে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে অপর ব্যক্তি নিজাম উদ্দিন  পিতা: মৃত খাইরুজ্জামান কে আটক করা হয়।তিনি স্থায়ীভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার ধানমন্ডি ৮ নম্বর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। জানা যায়, কালিগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের বাসিন্দা মমিনুর রহমানের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে দালালি করার উদ্দেশ্যে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এর সঙ্গে আলাপ আলোচনার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন ও ভুল তথ্য প্রদান করেন। এতে তার প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে তাকে  আটক করা হয়।

পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দালালির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এ মামলার রায় প্রদান করেন।

No comments

Powered by Blogger.