কোটচাঁদপুরে দোকানে পেট্রোল বিক্রিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন কর্তৃক মুদি দোকানে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার বিকেলে কোটচাঁদপুর শহরের দুধসরা স্ট্যান্ড-এ অভিয়ান চালানো হয়। অভিযানকালে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ধারা ভঙ্গ করার অভিযোগে রোকনুজ্জামান নামে একজন দোকানীকে ৯ হাজার টাকা ও অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ১২ধারা ভঙ্গে একই দোকানীকে ১ হাজার টাকসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ধারা ২০-এ লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ, বিতরণ, উৎপাদন, শোধন বা মিশ্রণ করলে শাস্তির বিধান রাখা হয়েছে, যেখানে আইন অমান্যকারীকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে, যা পেট্রোলিয়াম আমদানি ও বিপণন নিয়ন্ত্রণ করে। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সোহেল রানা।
এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

No comments