কালীগঞ্জে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন



ঝিনাইদহ প্রতিনিধি॥
‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিন ব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০১৮ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের শিশু পার্কে এ মেলার উদ্বোধন করা হয়। 
 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন,  উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম কামরুজ্জামান, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদোরা আক্তার প্রমুখ।
মেলায় জিনিয়াস সায়েন্স ক্লাবসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার  ২৬টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে।

No comments

Powered by Blogger.