কালিগঞ্জ সরকারি ভূষণ হাইস্কুলের আলীম উদ্দীন স্যারের অবসর গ্রহণ


মানিক ঘোষ স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলীম উদ্দীন অবসরে গেলেন।দক্ষতার সাথে দীর্ঘ ৩৩ বছর ধরে সম্মানের সহিত স্কুলে শিক্ষকতা করে আসেছেন।স্কুলের সকল বিষয়ে শিক্ষকদের পরমর্শ দ্বারা শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করায়েছেন।তিনি হিসাব বিজ্ঞান বিষয়ে কর্মরত ছিলেন।আলীম উদ্দীন স্যার জানান সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৮৪ সালে ডিসেম্বর মাসে যোগদান করি।আজ ৩৩বছর শিক্ষকতা করে অবসরে চলে গেলাম।প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হলেও চাকরী নিয়ম অনুযায়ী সবাইকে অবসরে যেতে হবে।ছাত্র ও অভিভাবকদের সম্পর্কে জানান সন্তানদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করে সব বিষয়ে শেয়ার করবেন।তিনি আরও জানান ৩৩ বছর ধরে এই স্কুলে সহকর্মীদের সাথে কর্মময় জীবন অতিবাহিত করার পর আজ অবসরে চলে যেতে হচ্ছে।সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান,আলীম উদ্দীন স্যার আমাদের শিক্ষক ও ছাত্রদের অভিভাবক হিসেবে কাজ করেছেন।স্কুলে সকল বিষয়ে পরমর্শ দিয়েছেন।আজ দুপুর ২টার সময় স্যারকে ফুল দিয়ে বিদায় দেন। ২০১৮ সালে এপ্রিল মাসের ২৩ তারিখে অবসর নিলেন স্যার।

No comments

Powered by Blogger.