ঝিনাইদহে কোটচাঁদপুরে একটি খেজুর গাছে ১৫ টির অধিক মাথাঃ


মানিক ঘোষ স্টাফ রিপোর্টার 

 :১৫টির  বেশী একটি খেজুর গাছের মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। খেজুর গাছটি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ানের বহরামপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের মাঠে অবস্থিত। আর গাছটির মালিক বাকুলিয়া গ্রামের মৃত আব্দার বিশ্বাসের ছেলে হবি বিশ্বাস। বিষয়টি জানাজানি হবার পর অনেক মানুষ খেজুর গাছটি দেখতে ভিড় জমাচ্ছেন।বহরামপুরগ্রামে সবুজ হোসেন জানান এই খেজুর গাছটির আনুমানিক বয়স প্রায় ১৬-১৮ বছর। বেশ কয়েক বছর ধরে গাছটি থেকে রস সংগ্রহ করা হয়। এরপর দীর্ঘ কয়েক বছর বিরতি ছিল। হঠাৎ দেখা যায় গাছটির মাথায় ঝোপ জঙ্গল ভরে গেছে। এরপর গাছটি পরিষ্কার করে দেখা যায় খেজুর গাছের মাথায় আলাদা আলাদা ১৫টির অধিক মাথা। দেখতেও খুব সুন্দর লাগছে।তিনি বলেন, বিষয়টি জানার পর স্থানীয় অনেক মানুষ গাছটি দেখতে আসছেন।কোটচাঁদপুর  উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন  জানান, এটি একটি বংশগত জেনিটিক সমস্যা। হরমোন জনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা প্রশাখা হতে পারে

No comments

Powered by Blogger.