বাড়ি বাড়ি গিয়ে ঢেউটিন ও চাউল বিতরণ করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক


ঝিনাইদহ প্রতিনিধি:
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণের ঢেউটিন ও চাউল বিতরণ করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। শুক্রবার বিকেলে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে তিনি ঢেউটিন ও চাউল বিতরণ করেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে মানুষের ঘর-বাড়ী ভেঙ্গে যায়। এ সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে ত্রাণের ঢেউটিন ও চাউল নিয়ে ক্ষতিগ্রস্থদের বাড়ীতে উপস্থিত হন তিনি। তিনি ওই ইউনিয়নের বামনাইল, মাড়–ন্দি ও মিয়াকুন্ডু গ্রামের ৩০ টি পরিবারকে ৩০ বান্ডিল ঢেউটিন, ৯০ হাজার টাকা এবং ২০ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন। সেসময় জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা আবু সালেহ মো: হাসনাত, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাসসহ স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.