কালীগঞ্জে ১২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিন্টু গ্রেফতার
চিত্রা নিউজ কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পিন্টু বিশ্বাস (২১) নামের এক মাদক ব্যবসায়ী ১২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার মঙ্গলপৈতা গ্রাম থেকে থানার এসআই নিরব হোসেন তোকে গ্রেফতার করেন। পিন্টু মঙ্গলপৈতা গ্রামের ইছাহক আলী ছেলে। কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন জানান, পিন্টু দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
No comments