ঝিনাইদহে ইউএনও কাপ পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি- 
জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল ইউএনও কাপ পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার দুপুরে শৈলকুপা ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় শৈলকুপা কলেজ শিক্ষক একাদশ ও প্রাথমিক শিক্ষক একাদশ। যেখানে টস জিতে শুরুতেই ব্যাট করতে নামে প্রাথমিক শিক্ষক একাদশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৮১ রান সংগ্রহ করে তারা। পরে কলেজ শিক্ষক একাদশ ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে একটিও উইকেট না হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে দু'দলের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মেহেদি মোর্শেদ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় মোস্তাক আহম্মেদ।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, শৈলকুপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান, জেলা আ্ওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসনে মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, মাগুরা যুব ও ক্রীড়া অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা,সাধারন সম্পাদক শিহাব মল্লিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন। ‘ধুমপান ও মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে গত ২৩ মার্চ শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় এ প্রতিযোগীতা। এতে উপজেলার সরকারি ও বেসরকারি অফিসের ৮ টি পেশাজীবী দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করে।

No comments

Powered by Blogger.