কালীগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্নাঢ্য আয়োজন


মানিক ঘোষ স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ কালীগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা, পান্তা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন করেছে। শনিবার সকালে কালীগঞ্জে প্রশাসনের উদ্যোগে ৱ্যালীটি বিভিন্ন রংয়ের পোশাক ও নানা ধরণের ফেসটুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচন সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী,উপজেলা ভূমি অফিসার যাদব সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি।অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক সুব্রত নন্দী।

আলোচনা শেষে পান্তা ভাত ও আলু ভর্তা ও ডাল ভর্তা খাওয়ার আয়োজন করা হয়।

স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দিবসটি পালনে মধ্য দিয়ে সারা দিন নানা কর্মসুচি উদযাপন করে।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মহোদয় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রান ও আর্থিক তহবিল থেকে অসহায় পঙ্গু গরীব দুস্থদের মাঝে ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় ১৭জনকে ৪লক্ষ ৫০হাজার টাকা হাতে তুলে দেন।

No comments

Powered by Blogger.