কিালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে বিএনপি-র দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম. মাসুম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপি-র সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আয়নাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতা আকিমুল ইসলাম মিলন, পৌর বিএনপি নেতা মিরু খা, শওকত হোসেন ফেলু, থানা যুবদলের নেতা লিটন মাহমুদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান স্বপন, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান, থানা ছাত্রদলের নেতা চঞ্চল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি টিটো রহমান, শাহনেওয়াজ জনি, শিপন রেজা, জনি মিয়া, সুব্রত খান, মেহেদী হাসান, বিধান, সজিব হোসেন, নাজমুল সহ থানা ও পৌর স্বেচ্ছাসেবকদলের শতাধিক নেতাকর্মী। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা সাজানো মামলায় পরিত্যাক্ত স্যাসসেতে জেলে বন্দি করে রাখা হয়েছে। তিনি আদালতের কাছে নেত্রীর মুক্তির দাবী করেন। পাশাপাশি দেশনেত্রীর মুক্তি ও আগামী নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। এছাড়াও আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা, বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা, বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব তরিকুল ইসলামের সুস্থতা কামনা, সকল নির্যাতিত জনসাধারণের সুস্থতা কামনা সহ স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা দলের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন যাদের অনেকে আজ আমাদের মাঝে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর বিএনপি নেতা মিরু খাঁ।(বিজ্ঞপ্তি)
No comments