কালীগঞ্জে আইসিটি বিষায়ক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসিক আইসিটি সভা আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সূবর্ণা রাণী সাহার সভাপ্রতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূধন সাহ সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার অসক কুমার সরকার উপস্থিত ছিলেন একাডেমিক সুভার ভাইজার আব্দুল আলীম,আলহাজ আমজাদ আলী ও ফাজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শহীদ নুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু,শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ সহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রদান শিক্ষক ও সুপারগন।
উক্ত সভায় নিম্ন লিখিত সিদ্ধান্ত গুলো গৃহীত হয়।১. শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন সময় সূচি প্রবর্তন (সকাল ১০:টা হতে বিকাল ৪:টা পর্যন্ত)করতে হবে।
২. সকল শিক্ষা প্রতিষ্ঠানে সময়ে যথা প্রাত্যহিক সমাবেশ করতে হবে।
৩. প্রতি ২ মাস অন্তর জাতীয় পতাকা পরিবর্তন করতে হবে।
৪.স্টুডেন্ট অফ দ্যা মান্থ নির্ধারণ করে তা দেওয়ালে লটকানোর ব্যবস্থা করতে হবে।
উক্ত সভায় নিম্ন লিখিত সিদ্ধান্ত গুলো গৃহীত হয়।১. শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন সময় সূচি প্রবর্তন (সকাল ১০:টা হতে বিকাল ৪:টা পর্যন্ত)করতে হবে।
২. সকল শিক্ষা প্রতিষ্ঠানে সময়ে যথা প্রাত্যহিক সমাবেশ করতে হবে।
৩. প্রতি ২ মাস অন্তর জাতীয় পতাকা পরিবর্তন করতে হবে।
৪.স্টুডেন্ট অফ দ্যা মান্থ নির্ধারণ করে তা দেওয়ালে লটকানোর ব্যবস্থা করতে হবে।
No comments