মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কে উকিল নোটিশ

স্টাফ রিপোর্টার : মোবারকগঞ্জ চিনিকলের ক্রাপ মালামাল বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতার নিকট থেকে অতিরিক্ত কর আদায়ের অভিযোগে মিলের ব্যবস্থাপনা পরিচালককে উকিল নোটিশ করা হয়েছে। কালীগঞ্জের মেসার্স রিনা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্টানের পক্ষে আইনজিবি এ্যাডভোকেট শামিম আকতার ডাকযোগে মিলের এমডি বরাবর এই উকিল নোটিশ টি পাঠিয়েছে।
গত ১৮ তারিখে মিলের এমডির কার্ষালয়ে প্রাপ্ত উকিল নোটিশে এ্যাডঃ শামিম আকতার জানিয়েছেন, তার মক্কেল রিনা এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম মিলের ক্রাপ মালামাল ক্রয়ের টেন্ডারে অংশ নেয়। এবং গত ৩/১/১৮ তারিখে মোচিক/বাবি//বিক্রয়-৩ (আর) /১৮-১৯/২৬১৬ নং স্বারকের মাধ্যমে বিক্রয়াদেশ পান। সে হিসাবে সরকারী নিতিমালা অনুয়ায়ী ক্রাপ মালামালের উপর ৯ পার্সেন্ট উৎসে কর জমা দেবার কথা । কিন্তু চিনিকল কর্র্তপক্ষ তার মক্কেলের নিকট মৌখিক ভাবে ২৫ পার্সেন্ট উৎসে কর দাবী করছেন। যা সরকারী নিতীমালা লংঘনের সামিল। সে কারনে গত ১৩ সেপ্টেম্বর এক উকিল নোটিশ পাঠানো হয়েছে। এবং নোটিশ প্রাপ্তির পর মিল কতৃপক্ষ অবিলম্বে তার মক্কেলের নিকট ৯ পাসেন্ট উৎসে করে মাল ডেলিভারী না দিলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে বলে জানান। এ বিষয়ে মিলের ব্যাবস্থাপনা পরিচালক ইউসুপ আলী শিকদার বলেন, নোটিশটি এডমিন অফিসে রয়েছে। আর ৯ পার্সেন্ট এর পরিবর্তে ২৫ পার্সেন্ট উৎসে কর দাবীর প্রেক্ষিতে বলেন, কাগজটি এডমিন যাচাই বাছাই করে রিপোট দিলেই তিনি বিস্তারিত বলতে পারবেন।

No comments

Powered by Blogger.