কালীগঞ্জে বজ্রপাত রোধে তালের বীজ বপন


স্টাফ রিপোর্টার : “তালগাছ লাগায়, বজ্রপাত ঠেকাই” এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের পক্ষ থেকে ৭ নং রায়গ্রাম ইউনিয়নে ৫০০ তালের বীজ বপন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় ইউনিয়নের বিভিন্ন সড়কে তালের বীজ বপন করেন।

তালের বীজ বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যবৃন্দ, গ্রুপের এডমিন রাসেল চৌধুরী, মডারেটর নাজমুল হোসেন, প্রোগ্রাম কো অর্ডিনেটর মাজেদুল হক, সদস্য বিপ্লব হোসেন, রোমেল পারভেজ প্রমুখ।

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের প্রোগ্রাম কো অর্ডিনেটর মাজেদুল হক বলেন, তালগাছ লাগাই, বজ্রপাত ঠেকাই এই শ্লোগান নিয়ে উপজেলার সকল ইউনিয়নে সড়কের পাশে তালের বীজ বপন করবো। আজ এই ইউনিয়নে বিভিন্ন সড়কে ৫০০ তালের বীজ বপন করা হচ্ছে।

No comments

Powered by Blogger.