কালীগঞ্জে ৩টা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ও উদ্ধমূখী ভবন ভিত্তিপ্রস্তরস্থাপন উদ্বোধন করলেন-এম পি আনারঃ

স্টাফ রিপোর্টার :শিক্ষার মান উন্নয়নে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৩টা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নে আসাদুজ্জামান হোসনিন কেয়াবাগান আদর্শ কলেজ ১তলা ভবনের ৭৫লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।এর পরে বি এইচ এ বি মাধ্যমিক বিদ্যালয় উদ্ধমূখী ৪তলা ভবন ৩কোটি টাকা ব্যয়ে উদ্বোধন করেন।দুপুরে একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ে উদ্ধমূখী ৩ তলা ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন ১কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,বিশেষ অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন,রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু,সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম,,উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান মিঠুমালিথা,কেয়াবাগান কলেজের অধ্যক্ষ ,মহিলা কলেজের সহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন ইমন,সাধারন সম্পাদক পরাগ হোসেন, সহ প্রতিটা স্কুলের শিক্ষক মন্ডলী প্রমূখ।প্রধান অতিথি বক্তব্য বলেন শিক্ষারমান গড়বোদেশ শেখ হাসিনার বাংলাদেশ। ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় ৩৯টি স্কুল কলেজ মাদ্রাসায় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে।এর ভিতরে ২৬টা ৪তলা ভবন আর বাকী ১৩ টা উদ্ধমূখী কাজ করা হবে।

No comments

Powered by Blogger.