নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আবার ওয়াকআউট করলেন

চিত্রা নিউজ ডেস্ক:
মতের মিল না হওয়ায় আবারও নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে আজ সোমবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক চলছিল।
বেলা ১১টায় নির্বাচন কমিশনের ৩৬তম সভা শুরু হয়। বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় এবং তার মতামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে নোট অব ডিসেন্ট দেন মাহবুব তালুকদার।
বৈঠক থেকে বের হয়ে তিনি নির্বাচন কমিশনে তার অফিসে চলে যান। যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, নোট অব ডিসেন্ট দিয়েছেন তিনি। বৈঠক শেষ হওয়ার পর এ ব্যাপারে তিনি বিস্তারিত কথা বলবেন।
তবে নির্বাচন কমিশন সূত্রগুলো জানায়, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া ও বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের প্রশ্নে তিনি নট অব ডিসেন্ট দেন।
এর আগে ৩০ আগস্ট জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের প্রস্তাব সংক্রান্ত বৈঠকেও নোট অব ডিসেন্ট দিয়েছিলেন তিনি।

No comments

Powered by Blogger.