ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত, বিনা মূল্যে সিদ্ধ ডিম বিতরণ

সটাফ রিপোর্টার :‘জীবনের জন্য প্রোটিন’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। ঝিনাইদ প্রাণী সম্পদ অফিসের আয়োজনে সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে পথচারী নানা শ্রেণী পেশার মানুষের মাঝে ডিম বিতরণ করা হয়। এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ভেটেরিনারি এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার উদযাপিত হয় বিশ্ব ডিম দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করতে নেওয়া হয় নানা উদ্যোগ। ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন- বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি), বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর দিবসটি যৌথভাবে উদযাপন করতে এসব উদ্যোগ নিয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত প্রভৃতি দেশসহ সারা বিশ্বের ৪০টি দেশে ‘বিশ্ব ডিম দিবস’ পালন করা হয়।


No comments

Powered by Blogger.