মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:
সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলা শাখার আয়োজনে বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এসময় মুখে কালো কাপড় বেঁধে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেয়। বক্তব্য রাখেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলা শাখার সভাপতি আছাদুজ্জামানসহ অন্যান্যরা। এসময় বক্তারা, ১ম ও ২য় শ্রেনীর চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদ জানিয়ে প্রজ্ঞাপন বাতিল করে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুন:বহালের দাবি জানান।

No comments

Powered by Blogger.