যশোর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ওয়ার্কার্স পার্টি নেতা জাহিদ

চিত্রা নিউজ ডেস্ক: যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ। এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বর্তমান এমপি রণজিত কুমার রায়কে। এ আসনে ১৪ দলের প্রার্থীই নৌকা প্রতীক পাবেন। সেক্ষেত্রে ইকবাল কবির জাহিদকে নির্বাচন করতে হলে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে লড়তে হতে পারে। সোমবার (২৬ নভেম্বর) বিকেলে যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের কাছে মনোনয়নপত্র জমা দেন ইকবাল কবির জাহিদ। সপ্তাহখানেক আগে তিনি মনোনয়নপত্র কিনেছিলেন। ভোটের আবহ শুরু হওয়ার পর থেকে বামপন্থী এই নেতা যশোর-৪ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর জাহিদ বলেন, ১৪ দলগতভাবে যাকে মনোনয়ন দেয়া হবে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করবেন। আর ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করলে প্রতীক হবে হাতুড়ি। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত অনেক ঘটনাই ঘটতে পারে বলে মন্তব্য করেন ইকবাল কবির জাহিদ। মনোনয়নপত্র জমাদানের সময় ইকবাল কবির জাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টি নেতা অনিল বিশ্বাস, জাকির হোসেন হবি, বৈকুণ্ঠ বিহারী রায়, জিল্লুর রহমান ভিটু, বিপুল বিশ্বাস, বীথিকা বিশ্বাস, যুবমৈত্রী সভাপতি অনুপ কুমার পিন্টু প্রমুখ।

No comments

Powered by Blogger.