ইমরুল আউট…তামিমও নেই…

ক্রীড়া ডেস্ক :পাঠকেরা আগেই জেনেছিলেন ঢাকায় দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস বাদ পড়তে যাচ্ছেন। তার বদলে তরুণ বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিকের অভিষেক হবে। চট্টগ্রাম টেস্টের শেষদিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমন তথ্য জানিয়েছিলেন। কিন্তু তাই বলে যে একাদশেই ৩১ বছর বয়সী ইমরুলের ঠাই হবে না, এমনটা একটুও ধারণা করা হয়নি। তবে বিশ্রামের কথা বলে স্কোয়াড থেকেই এ বাঁহাতি ওপেনারকে বাদ দিয়ে দেয়া হয়েছে। তার বদলে নতুন কোনো খেলোয়াড়কে নেয়া হয়নি। একজনকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে ওপেনার হিসেবে রয়েছেন কেবল দুজন-সৌম্য সরকার ও সাদমান ইসলাম। অর্থাৎ এ থেকে বোঝাই যায় যে ঢাকা টেস্টে দেশের ৯৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে সাদমানের অভিষেক হতে যাচ্ছে। এদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো ঢাকায় তামিম ইকবালের ফেরার ব্যাপারে। কিন্তু তামিম নিজে জানিয়েছিলেন দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা ৫০-৫০। খুব বেশি ভালো বোধ না করলে কিংবা দলের জরুরী অবস্থার সৃষ্টি না হলে ওয়ানডে সিরিজের আগে মাঠে ফিরবেন না বলেই দেশসেরা এ ওপেনার জানিয়েছিলেন। আজ দুপুরে মঙ্গলবার ঘোষিত স্কোয়াডেও মিলেছে সে কথারই প্রমাণ। তামিমকে ছাড়াই দেয়া হয়েছে ১৩ জনের স্কোয়াড। যেখান চট্টগ্রাম টেস্টের একাদশে না থাকা তিন খেলোয়াড় হলে আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। ঢাকায় অভিষেক হবে সাদমানের, এটি একদম নিশ্চিত। উইকেট বিবেচনায় বোঝা যাবে চট্টগ্রামের মতো ঢাকায়ও চার স্পিনার নিয়ে খেলবে কি-না দল। স্পিনার কমালে ডানহাতি পেসার খালেদের সুযোগ মিলতে পারে। নতুবা আবারও এক পেসার মোস্তাফিজকে নিয়েই বাংলাদেশ নামবে। অন্যদিকে আরও একটি সুযোগ মিঠুন পেতে পারেন। আরিফুল বাইরেই থাকবেন।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড :
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

No comments

Powered by Blogger.