কালীগঞ্জে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও শ্রেষ্ঠ মাকে পুরস্কার প্রদান

এম,শাহাজান আলী সাজু:
কালীগঞ্জে পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও শ্রেষ্ঠ মাকে পুরস্কার প্রদান করা হয়েছে। হাজী রহিম উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে আনোয়ার বেগম স্মৃতি বৃত্তি-২০১৮ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল হক। রবিবার সকালে বিদ্যালয় চত্তরে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল জনাব মনসুর হাবীব।সভায় আকর্স্মিক উপস্থিত হয়ে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সালমা খাতুন। নবচিত্র পত্রিকার সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাসেদ ছাত্তার তরু, আবুবকর বিশ্বাস ও মকছেদ আলী কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম মিঠু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মফিজুর রহমান মন্টু, ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস রহমান মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে আমির হামজা ও গীতা থেকে পাঠ করে স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র সজিব দাস। এসময় ছাত্রছাত্রীদের সমবেত স্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয। শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিগন ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫জন মেধাবী ছাত্র ছাত্রী, শ্রেষ্ঠ মাসহ অন্যান্য অতিথিদেও মাঝে ৩৩টি শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.