কালীগঞ্জে বোমা ও জিহাদী বইসহ ইউনিয়নের জামায়াতের দুই আমীর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বোমা ও জিহাদী বইসহ মোক্তার হোসেন (৪৮) ও আরশেদ আলী (৫৫) নামের দুই ইউনিয়ন জামায়াতের আমীরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭টি বোমা ও ৫টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মোক্তার আলী রামচন্দ্রপুর গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে ও কোলা ইউনিয়ন জামায়াতের আমীর আর আরশেদ আলী বেলাট দৌলতপুর গ্রামের আফসার আলী ছেলে ও বারবাজার ইউনিয়ন জামায়াতের আমীর।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুর রহমান জানান, কামালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াত নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোক্তার আলী ও আরশেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তারা দু’জনই ইউনিয়ন জামায়াতের আমীর। তবে আটকৃতদের স্বজনরা জানান বাড়ি থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ কোলা ও বারবাজার জামায়াতের আমীরকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১। তারিখ-০৩/১২/২০১৮। আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.