নওগাঁয় রেললাইনের পাশ থেকে ২ নারীর লাশ উদ্ধার
চিত্রা নিউজ ডেস্ক: জেলার আত্রাই ও রানীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। সোমবার দুপুরে আত্রাই লেভেল ক্রসিংয়ের কাছ থেকে অজ্ঞাতনামা (২৫) এক নারীর এবং রবিবার রাত ৮টার দিকে রানীনগর রেলগেট সংলগ্ন চকের সেতুর কাছ থেকে আরেক অজ্ঞাতনামা (৩০) নারীর লাশ উদ্ধার করা হয়। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার বেলা ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনটি আত্রাই লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা এক নারী ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। অপরদিকে, রবিবার রাতে রানীনগরের চকের সেতু এলাকায় রেললাইনের ওপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। রাস্তা পারাপারের সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় দুটি পৃথক ইউডি মামলা হয়েছে।
No comments