কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, আয়ুব হোসেন, একরামূল হক সংগ্রাম, নাছির চৌধুর, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালেরকণ্ঠের প্রতিনিধি নয়ন খন্দকার, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামূলক হক সিদ্দিক প্রমুখ। সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যাতে নাশকতাসহ সন্ত্রাসী কর্মকা- না করতে পারে তার জন্য সকলকে সজাগ থাকার পরামর্শ দেয়া হয়। এছাড়া শহরের মধ্যে ও হাইওয়ে রোডের পাশের যানজট নিরসন, রাস্তার পাশে বালি বিক্রি বন্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
No comments