ঝিনাইদহে প্রাইম সমাজ কল্যান সংস্থার উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মৃত্যু দাবির অর্থ প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে প্রাইম সমাজ কল্যান সংস্থার স্মাট হেলথ সার্ভিস প্রকল্পের উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মৃত্যু দাবির অর্থ প্রদান করা হয়েছে। জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার কোটচাঁদপুর উপজেলার তালশার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়, এসময় মেডিকেল অফিসার ডাঃ শাহীন ঢালী এলাকার মানুষের মাঝে ফ্রি চিকিৎসা প্রদান করেন। ওপর দিকে মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও এলাকার মৃত সদস্য ছবেদা খাতুনের স্বামী মতিয়ার রহমানের হাতে নগদ ৫ হাজার টাকার প্রদান করা হয়েছে। এসময় শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শেফালি বেগম, নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ওয়াসিম আকরাম, প্রাইম সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সবুজ হোসেন,শশী সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, স্মাট হেলথ সার্ভিস প্রকল্পের পি.সি তপন জোয়ার্দ্দার, সুপার ভাইজার ইকরামুল হোসেন, ডি এম এফ ডাঃ শারমিন কেয়া ও ডাঃ আসাদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.