জাতীয় শিশু পুরস্কার প্রতিয়োগীতায় ছড়া গানে বিভাগীয় শ্রেষ্ঠ ঝিনাইদহের সুহেরা অরোরা


ঝিনাইদহ প্রতিনিধি:
২০১৯ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ছড়া গানে খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ হয়েছে সুহেরা অরোরা। সে মাগুরা সদর থানায় কর্মরত সেকেন্ড অফিসার এস আই জি এম আনিচুজ্জামানের একমাত্র কন্যা। ঝিনাইদহ শিশু একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতা গত ২৪ জানুয়ারী শুরু হয়। সেখানে জেলায় ছড়া গানে ক বিভাগে প্রথম স্থান অধিকার করে। পরে জেলার নেতৃত্ব নিয়ে ৩০ জানুয়ারি খুলনা বিভাগে প্রথম স্থান অধিকার করে সুহেরা অরোরা। সে ঝিনাইদহ শহরের পার্কপাড়ার টুডেজ ইংলিশ ভার্ষন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। তার পিতা দির্ঘদিন ধরে সুনামের সাথে ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করেছেন। অতি সম্প্রতি তিনি বদলী হয়ে মাগুরা সদর থানায় কর্মরত আছেন। সে বড় হয়ে লেখাপড়া শেষে ভালো মানুষ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায়। সুহেরা অরোরা সকলের দোয়া প্রার্থী।

No comments

Powered by Blogger.