ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, জেলা শিশু বিয়ষক কর্মকর্তা আইয়ুব হোসেন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, উই এর পরিচালক শরিফা খাতুন, নারী উদ্যোক্তা লাভলী ইয়াসমিসহ অন্যান্যরা।
বক্তারা, নারীদের অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.