ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি:
‘বহুমুখী পাটপণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ, সহকারী পুলিশ সুপার (সদর) আল মামুন, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক শহিদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী। এসময় কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)’র সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসহ পাটচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ট পাট চাষী, বস্তা ব্যবহারকারী ও বীজ উৎপাদনকারী চাষীদের সম্মাননা প্রদাণ করা হয়। পরে কেসি কলেজ চত্বরে উদ্বোধন করা হয় ২ দিন ব্যাপি পাটজাত পণ্যের মেলা।

No comments

Powered by Blogger.