কালীগঞ্জে ভ্রাম্যমান আদলতে ৫০হাজার টাকার ভেজাল সার জব্দ ।৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল

স্টাফ রিপোটার:
 ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদলত ৫০হাজার টাকা মূল্রের ৩২০ কেজি ভেজাল সার জব্দ করেছেন। বৃহস্পতিবার সকালে শহরের খাঁন ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ সার জব্দ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থীত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্র সারণ অফিসার মোঃ হুমায়ন কবির ।

উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আব্দুল্লাহ আল নোমান জানান, কালীগঞ্জ উপজেলা এলাকায় ুদির্ঘদিন যাবত বিভিন্ন ভেজাল ও অনুমোদনহীন রাসায়নিক সার বিক্রি হয়ে আসছ্ েঅএ এলাকার কৃষকরা মারাাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসকল ভেজাল সার নিয়ন্ত্রনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্িযাজিস্ট্রেট জাকির হোসেন অভিযানে নেতৃত্বে বৃহস্পতিবার সকালে শহরের খাঁন ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ওই প্রতিষ্ঠান থেকে বোরন ও দস্তা জাতীয় ২৩০ কেজি ওজনের ভেজার সার জব্দ করেন।¡ যার আনুমানিক মূল্য ৫০হাজার টাকা। আদালত ্এসময় ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল আদেশ দেন।

No comments

Powered by Blogger.